Tuesday, January 23, 2018

স্বাধীনতা জাদুঘরসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনে বুধবার ভোলায় আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার ভোলার জেলা প্রশাসক  মো. সেলিম উদ্দিন এ কথা জানান।
তিনি বলেন, দুই দিনে সফরে ২৪ জানুয়ারি সকালে হেলিকপ্টারে ভোলার চরফ্যাশন আসবেন রাষ্ট্রপতি। সেখানে জ্যাকব ওয়াচ টাওয়ার উদ্বোধন শেষে স্থানীয় টিবি হাইস্কুল মাঠে সুধী সমাবেশে যোগ দিবেন তিনি। পরে উপজেলার চর কুকরিমুকরিতে ইকোপার্ক উদ্বোধন ও রাতযাপন করবেন।
জেলা প্রশাসক আরও জানান, বৃহস্পতিবার ভোলা সদরের উপ-শহর বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করবেন তিনি। দুপুরে সেখানে আরেকটি সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
এর আগে ১৬ ও ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভোলায় আসার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে সে সফর স্থগিত করা হয়েছিল।

1 comment:

  1. স্বাধীনতা জাদুঘরসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনে বুধবার ভোলায় আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
    seo

    ReplyDelete