Tuesday, January 23, 2018

রুবেলের ছক্কা নিয়ে তামিমের মজা

tamim-pic১১ নম্বর ব্যাটসম্যান রুবেল হোসেন কাইল জার্ভিসকে উড়ানোর আগে বাংলাদেশের ইনিংসে ছক্কা ছিল একটি। এসেছিল মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ৫০তম ওভারের দ্বিতীয় বল উড়িয়ে সীমানার বাইরে পাঠান রুবেল।
জার্ভিসের ফুল লেংথের বলে ব্যাকরণ খুব মানেননি রুবেল। তার সামনের পা ছিল মিড উইকেটের দিকে। শট খেলেন বোলারের মাথার ওপর দিয়ে। ভাগ্য ভালো ছিল, বলের নিচে যেতে পেরেছিলেন।
বুলেট গতির শট আছড়ে পড়ে সামনের ইলেকট্রনিক সাইট স্ক্রিনে। ফ্ল্যাট ছক্কা হাঁকিয়ে ব্যাট তুলেই রেখেছিলেন রুবেল। তামিমের শঙ্কা এই ছক্কার গল্প তাদের অসংখ্যবার শুনতে হবে।
“রুবেলের ছক্কাটা দারুণ ছিল। তবে ওর ছক্কার চেয়ে ফলো থ্রু বেশি ভালো লেগেছে। এই ছক্কার গল্প যে কত বছর শুনতে হবে (হাসি)…।”
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।

1 comment:

  1. ১১ নম্বর ব্যাটসম্যান রুবেল হোসেন কাইল জার্ভিসকে উড়ানোর আগে বাংলাদেশের ইনিংসে ছক্কা ছিল একটি। এসেছিল মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ৫০তম ওভারের
    seo

    ReplyDelete