
বুধবার ভোরে উপজেলার মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বনদস্যু দল ‘মুন্না বাহিনীর’ প্রধান স্বপন প্যাদাও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
অধিনায়ক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে বনদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদা ও তার দলবল সুন্দরবন সংলগ্ন মাঝেরচরে অবস্থান করছিল।
“পরে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় স্বপন বাহিনীর সদস্যরা র্যাবের দিকে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে । এক পর্যায়ে তারা পালিয়ে গেলে তিনজনের লাশ এবং বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।”
র্যাব বলছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, চারটি পাইপগান ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৮ রাউন্ড গুলি ও পাঁচটি দেশি ধারালো অস্ত্র রয়েছে।
র্যাব-৮ এর অধিনায়কের দাবি, স্বপন ‘মুন্না বাহিনী’ নামে বনদস্যু বাহিনী গড়ে তুলে সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।
গত ৪ জানুয়ারি ‘মুন্না বাহিনীর সদস্যরা’ পটুয়াখালীর সোনারচর চার জেলেকে অপহরণ করছিল বলে জানান এ র্যাব কর্মকর্তা।
No comments:
Post a Comment