Tuesday, January 23, 2018

২০২১ এর মধ্যেই মঙ্গলে পড়বে মানুষের পা ২০২১ এর মধ্যেই মঙ্গলে পড়বে মানুষের পা

২০২১ সালের মধ্যেই মঙ্গলে মানুষের পা পড়তে চলছে মঙ্গল গ্রহে। লাল গ্রহে পাড়ি দেয়ার জন্য নাসার কাছে এমন এক মাস্টারপ্ল্যান জমা পড়ল যাতে আগের পরিকল্পনার অনেক আগেই পৌঁছে যাওয়া যাবে। আগে ঠিক ছিল লাল গ্রহে পা দিতে অন্তত ২০৩৩ সাল লেগে যাবে। কিন্তু গ্রেট বৃটেনের এক বিজ্ঞানী এমন এক পরিকল্পনা নাসার কাছে জমা দিলেন যাতে অন্তত বছর দশকের মধ্যেই চলে যাওয়া যাবে আকাশ দুনিয়ায় মানুষের সবচেয়ে আকর্ষক জায়গায়।
নাসার যে দলটি মিশন মঙ্গলে যাওয়ার চূড়ান্ত পরিকল্পনা করছে, সেই দলের প্রধান টম পিকে বললেন, মানুষের সঙ্গে এবং রোবটকেও মঙ্গলে পাঠানো হবে। যে রকেটে চেপে মানুষ মঙ্গলে পা দেবে সেটাই কোনো জ্বালানি থাকবে না।
জ্বালানিবিহীন এই অত্যাধুনিক মহাকাশযানে পৃথিবী থেকে মঙ্গলে যেতে হবে। যাবেন তিনজন।  সূত্র: সংবাদ সংস্থা।

No comments:

Post a Comment